• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

১৪ বছরে রিজার্ভ ২১০০ কোটি ডলারে উন্নীত : তাজুল ইসলাম

/ ৮৬ বার পঠিত
আপডেট: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

শেখ হাসিনার সরকার গত ১৪ বছরে দেশের রিজার্ভ ২১০০ কোটি ডলারে উন্নীত করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। আজ সোমবার এলজিইডি ভবনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের মাঝেও বিশ্বের অনেক দেশের থেকে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। পাশাপাশি দেশের জিডিপি, বিদ্যুৎ, জ্বালানি পরিস্থিতিও ভালো বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে মহামারি পরবর্তী সহায়তা ও স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে সংহতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ২০ জন স্বেচ্ছাসেবককে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২২ প্রদান করা হয়।


আরো পড়ুন