• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

রাজধানীতে মাইক্রোবাসে আগুন

/ ৮৮ বার পঠিত
আপডেট: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

রাজধানীর আগারগাঁওয়ে একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মাইক্রোবাসটিতে আগুন লাগে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার নাজমা আক্তার।

তিনি জানান, আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের অফিসের সামনে সড়কে একটি যানবাহনের অগ্নিকাণ্ডের সংবাদে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ করে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানো হয়েছে। গাড়ির ব্যাটারির গোলযোগ থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, গাড়িতে দুজন ছিলেন আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা নিরাপদে বের হয়ে গেছেন। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের শেরেবাংলা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শোভন চন্দ্র ঘোষ বলেন, মাইক্রোবাসটির ইঞ্জিন গরম হয়ে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


আরো পড়ুন