• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

৭০০ মিলিয়ন ডলারের বোমারু বিমান উন্মোচন করলো যুক্তরাষ্ট্র

/ ৮৩ বার পঠিত
আপডেট: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

উচ্চ প্রযুক্তির বোমারু বিমান বি-২১ রাইডার উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এ বিমান ক্রু ছাড়াই উড়তে সক্ষম। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, শুক্রবার ক্যালিফোর্নিয়ার পামডেলে শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের উচ্চ প্রযুক্তির বোমারু বিমানটি উন্মোচন করে যুক্তরাষ্ট্র।

নর্থট্রুপ গ্রুমমান কর্পোরেশন বিমানটি তৈরি করেছে। নর্থট্রুপ গ্রুমমান কর্পোরেশনের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী অন্তত ১০০টি বি-২১ রাইডার কিনতে আগ্রহ প্রকাশ করেছে। এর প্রতিটি বিমানের জন্য গুণতে হবে ৭০০ মিলিয়ন ডলার। ’
ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান উত্তেজনার মধ্যেই নতুন বোমারু বিমানের উন্মোচন ঘটনা ঘটলো।

বিমান উন্মোচন অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তার বক্তব্যে বলেন, ‘বি-২১ রাইডার হল তিন দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম কৌশলগত বোমারু বিমান। ’ তিনি বলেন, ‘বিমানের অনেক সুনির্দিষ্ট তথ্য গোপন রাখা হচ্ছে। তবে বিমানটি মার্কিন বহরে বিদ্যমান বোমারু বিমানের তুলনায় আরো উন্নত। ’

তিনি এর পরিসরের প্রশংসা করেছেন ‘অন্য কোনো দূর-পাল্লার বোমারু বিমান এর দক্ষতার সাথে মেলে না’ এবং এটির স্থায়িত্ব বেশী এবং এটি ‘এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে রক্ষণাবেক্ষণযোগ্য বোমারু বিমান হিসেবে ডিজাইন করা হয়েছে। ’

এফ-২২ এবং এফ-৩৫ যুদ্ধবিমানগুলোর মতো বি-২১ স্টিলথ প্রযুক্তি বৈশিষ্ট্যযুক্ত, যা একটি বিমানের আকৃতি এবং উপকরণ উভয়ক্ষেত্রে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি শনাক্ত করা প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে পড়ে।


আরো পড়ুন