• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

চলন্ত বাস থেকে নামতে নিষেধাজ্ঞা ও আইন প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

/ ৮৩ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

চলন্ত বাস থেকে কেউ যেনো নামতে না পারে, সে বিষয়ে আইন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এ বিষয়ে আইন হলে দুর্ঘটনা অনেক কমে আসবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, নতুন সাংবাদিকদের জগলুল আহমেদ চৌধুরীরকে পড়ার প্রয়োজন আছে।

কারণ আজকাল অনেক তরুণ সাংবাদিক না জেনেই অনেক কিছু লিখে দেয়।
আয়োজনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন। জগলুল আহমেদ চৌধুরী বাংলাদেশের একজন বরেণ্য সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)- এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

জগলুল আহমেদ চৌধুরীর জন্ম ১৯৪৯ সালের ১০ আগস্ট বৃহত্তর সিলেটে। তিনি ২০১৪ সালের ২৯ নভেম্বর ঢাকার কারওয়ান বাজারে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন।


আরো পড়ুন