• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:১৬ অপরাহ্ন

আর্জেন্টিনা একাদশে আসছে একাধিক পরিবর্তন

/ ৯৪ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে বিশ্বকাপ মঞ্চে পা রেখেছিল আর্জেন্টিনা। কিন্তু শুরুতেই সৌদি আরবের কাছে হেরে হোঁচট খায় মেসিরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর সাথে জয় পেলেও নকআউট পর্ব নিশ্চিত করার জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হচ্ছে তৃতীয় ম্যাচ পর্যন্ত।

প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচের একাদশে ৫টি পরিবর্তন নিয়ে খেলতে নামে আর্জেন্টিনা।

মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পরও তৃতীয় ম্যাচে একাদশ ধরে রাখছেন না হেড কোচ লিওনেল স্কালোনি। বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত একটায় নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচেও আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর দাবি স্কালোনি রক্ষণে দুটি পরিবর্তন আনতে চাচ্ছেন। মেক্সিকোর বিপক্ষে দারুণ খেলা লিসান্দ্রো মার্তিনেসের জায়গায় ক্রিশ্চিয়ানো রোমেরো ও ডান প্রান্তে গন্সালো মন্তিয়েলের জায়গায় নায়ুয়েল মলিনাকে দেখা যেতে পারে। মাঝমাঠেও রদ্রিগো দে পলের জায়গায় খেলতে পারেন মেক্সিকোর বিপক্ষে চমৎকার গোল করা এনজো ফার্নান্দেস।

আরও পড়ুন : আর্জেন্টিনার সামনে যেসব সমীকরণ

আক্রমণভাগে দুই ম্যাচে অকার্যকর লাউতারো মার্তিনেসের জায়গায় মেসি-দি মারিয়ার সঙ্গী হিসেবে হুলিয়ান আলভারেসকে দেখা যেতে পারে।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে আর্জেন্টিনার। তবে ড্র করলেও আর্জেন্টিনার সামনে সুযোগ থাকবে। সেক্ষেত্রে মেক্সিকো-সৌদি আরব ম্যাচও সমতায় শেষ হতে হবে। এছাড়া, মেক্সিকো যদি সৌদি আরবকে হারিয়ে দেয় এবং আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হয় তাহলে গোল পার্থক্য আসবে বিবেচনায়। যাদের গোল ব্যবধান বেশি হবে, তারা পাবে নকআউট পর্বের টিকিট। বর্তমানে আর্জেন্টিনার গোল ব্যবধান +১, মেক্সিকোর -২। তবে, আর্জেন্টিনা যদি পোল্যান্ডের কাছে হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে নিশ্চিতভাবেই ছিটকে যাবেন মেসিরা।


আরো পড়ুন