• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

এখন থেকে রেমিট্যান্স পাঠানো যাবে মোবাইল ব্যাংকিংয়ে

/ ১২৩ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, আন্তর্জাতিক স্বীকৃত অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যাংক, ডিজিটাল ওয়ালেট, কার্ড স্কিম এবং অর্থ লেনদেন সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতায় মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর অনুমতি দেওয়া হবে।


বৈদেশিক মুদ্রা পেতে এমএফএসগুলোকে বিদেশি অর্থ লেনদেন প্রতিষ্ঠানগুলোর (পিএসপি) সঙ্গে স্থায়ী চুক্তি থাকতে হবে এবং রেমিট্যান্সের সমপরিমাণ টাকা প্রবাসীদের বাংলাদেশে উপকারভোগী মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে।


আরো পড়ুন