• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

স্বীকৃত আয়াত

/ ১৮৯ বার পঠিত
আপডেট: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২


সুফিয়া ডেইজি

লক্ষি সোনা,ছোট্ট মোনা
ভাবছো কেনো আনমণা
এই বাগানে হলো না ঠাঁই
ঐবাগানে স্বর্গবনা।
এরাই পারে যারা টানে,
বাপের কিংবা ভাইয়ের খেয়ে
মহিষ চড়ায় অন্যের গিয়ে।
জন্ম তোমার এমন দেশে
কর্ম ছাড়াই রান্না শেষে
আদর করে খাইয়ে দিতে
দিশে হারা মা যেখানে।
ভাবছো কেনো ছোট্ট মোনা
যে দেশের শিক্ষাক্রমে
অধ্যাবসায় বিনাশ্রমে
পাস দেয় টাস্ক ছাড়াই
সেদেশে হবে কি আর?
ধর্ম,কর্ম নামে শুধু
কামে তারা অনেক ব্যস্ত।
এখানে কি তারাই দোষী?
জন্মদিলো তাদের ও কি
খোঁজ ছিলো বোধশক্তির?
এখন যখন অপকর্মে
দোষ তখন শুধু কপালের।


আরো পড়ুন