• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

বুড়িচংয়ে পুলিশের অভিযানে পলাতক পাঁচ আসামি গাঁজাসহ ১নারী আটক!

/ ৩৩০ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া(বাবু)-(নিজস্ব প্রতিনিধি):কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন পলাতক আসামি কে আটক করে।মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের আরাগ রোড থেকে ৫ কেজি গাঁজা সহ এক নারীকে আটক করে। বুধবারে বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে নারীর বিরুদ্ধে এবং পলাতক আসামীদের কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান মঙ্গলবার ভোর রাতে থানার এস আই মোয়াজ্জেম হোসেন,এ এস আই অহিদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার সহ বিভিন্ন মামলার পলাতক আসামিকে আটক করে।অপর দিকে মঙ্গলবার দুপুরে একই টিম উপজেলার সদরের আরাগ রোডের আশিকের হোটেলের সামনে থেকে এক নারীর ব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে যায়।আটক নারী মাদক ব্যবসায়ী হল জেলার মুরাদনগর উপজেলার রহিম পুর স্বপন মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৫৫)।আটক মাদক ব্যবসায়ী নারী সহ ৫ পলাতক আসামীদের কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।


আরো পড়ুন