• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন

গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবার জনসম্মুখে ইমরান খান

/ ৯২ বার পঠিত
আপডেট: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো কোনো জনসমাবেশে অংশ নিলেন। এবার তিনি অংশ নিয়েছেন রাওয়ালপিন্ডির তেহরিক-ই-ইনসাফের র‌্যালিতে।

যদিও সংঘাতের শঙ্কার কথা বলে ইমরানকে এই র‌্যালি আপাতত স্থগিত করতে বলেছিল স্থানীয় প্রশাসন।

ইসলামাবাদের জনসভায় তিন সপ্তাহ আগে গুলিবিদ্ধ হয়েছিলেন ইমরান। ডান পায়ে আঘাত নিয়ে ইমরানকে অস্ত্রোপচার করতে হয়েছিল।
এই হামলার জন্য সরাসরি সরকারি দলকে দায়ী করেছিলেন ইমরান। যদিও সরকার সেই দাবি প্রত্যাখান করেছে। শাহবাজ শরীফের প্রশাসনের দাবি ছিল, এই হামলার কেবল একজন হামলাকারী জড়িত।

শনিবার সন্ধ্যায় ইমরানের জনসভার ভিডিও তাদের ফেসবুকে শেয়ার করেছে ইমরানে দল পিটিআই।

সূত্র: বিবিসি


আরো পড়ুন