• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণ করবে প্রশাসন

/ ৯৬ বার পঠিত
আপডেট: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণ করবে জরিপ অধিদপ্তর। শুক্রবার (২৫ নভেম্বর) থেকে অধিদপ্তরের ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল বান্দরবানে কাজ শুরু করবে।

প্রশাসনের পক্ষ থেকে জানায়, জরিপ দলের সদস্যরা ৪০ দিন ধরে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষ বিন্দু নির্ণয় করবেন। দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানের তাজিংডং নাকি সাকা হাফং জরিপের মধ্য দিয়ে সে বিতর্কও নিরসন হবে।

সরকারিভাবে পর্বতের উচ্চতা পরিমাপের জন্য এ বছর ১৭ মে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জরিপ অধিদপ্তরে চিঠি পাঠান। পত্রের সম্মতি প্রকাশ করে সম্প্রতি জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক (জরিপ) দেবাশীষ সরকার বান্দরবানের জেলা প্রশাসককে বান্দরবানে এসে থানচি ও রুমা এলাকার পাহাড়সহ দুর্গম এলাকায় অবস্থিত পাহাড়গুলো পরিমাপের কথা জানিয়ে চিঠি পাঠান।

পাহাড়ে ভ্রমণকারীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন তাজিংডং নয়, সাকা হাফং বা মদক তং দেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। কেওক্রাডংকে এক সময় দেশের সর্বোচ্চ পাহাড় হিসেবে ধরা হতো। বর্তমানে তাজিংডং পাহাড়কে সর্বোচ্চ বলছেন অনেকে।


আরো পড়ুন