• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

সব রেকর্ড ভেঙে চীনে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

/ ১০৬ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

চীনে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে মহামারি শুরুর পর থেকে একদিনে আক্রান্ত হওয়ার এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সরকারি পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার দেশটিতে ৩১ হাজার ৪৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯২৭ জনের করোনার উপসর্গ রয়েছে। বাকি ২৭ হাজার ৫১৭ জনের উপসর্গ নেই।

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় চীনের বেশ কয়েকটি এলাকা লকডাউন করা হয়েছে। ঝেংঝোউ প্রদেশের ৮ জেলার ৬৬ লাখ মানুষকে আগামী ৫ দিন শুধু খাবার কেনা ও চিকিৎসা ছাড়া বাড়ি থেকে বের না হতে বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া শিজিয়াঝুয়াং শহরের ১ কোটি ১০ লাখ মানুষকে গণ-পরীক্ষা চালানোর সময় বাসায় থাকতে বলা হয়েছে। সেখানকার একটি বিশ্ববিদ্যালয়, কয়েকটি শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক ভবন লকডাউন করা হয়েছে।


আরো পড়ুন