• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

ট্রেন দুর্ঘটনা নিহত ১৭জন,প্রত্যেক নিহত পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হবে-রেলপথমন্ত্রী”

/ ৩৭০ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া(বাবু)-(নিজস্ব প্রতিনিধি)::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহত ১৭ জন।পু’লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা নি’হতেদের হাতের আঙুলের ছাপ নিয়ে তাদের পরিচয় শনাক্ত করছেন। মমঙ্গলবার ভোররাতে কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘ’টনা ঘটে।এ ঘটনায় শতাধিক যাত্রী আ’হত হয়েছেন।

ট্রেন দুর্ঘটনার বিষয়ে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন,ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় তূর্ণা নিশীথা ট্রেনের লোকোমোটিভ মাস্টার সিগন্যাল ভঙ্গ করেছেন।বিস্তারিত জানার জন্য জেলা প্রশাসন ও রেলপথ মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের রেলমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন,নিহতের পরিবারের ক্ষতি টাকা দিয়ে পূরণ সম্ভব নয়।তবু রেলপথ মন্ত্রণালয় থেকে নিহতের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে।


আরো পড়ুন