• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:১২ অপরাহ্ন

পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে দুই মাদক কারবারি, গুলিতে নিহত নারী

/ ৯৫ বার পঠিত
আপডেট: রবিবার, ২০ নভেম্বর, ২০২২

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ফাঁকা গুলিতে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) পুলিশ ফাঁড়িতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান। এর আগে একই দিন রাত ৮টায় নগরীর কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান জানান, হানিফ ও দেলোয়ার নামে দুজনকে ৫ হাজার ইয়াবাসহ আটকের পর কালুরঘাট ফাঁড়িতে নিয়ে যাচ্ছিল চান্দগাঁও থানা পুলিশ। এ সময় ওই এলাকার কিছু ট্রান্সজেন্ডার পুলিশের ওপর হামলা করে আসামিদের ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনার সময় পুলিশের ফাঁকা গুলিতে নাজমা নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, শনিবার রাতে এক নারীর মৃত্যুর সংবাদ শুনেছি, তবে নাম পরিচয় জানি না।


আরো পড়ুন