• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ২ লাখ ২৬ হাজার মানুষ!!

/ ৩৪৮ বার পঠিত
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

ডেস্ক রিপোর্ট::- সাতক্ষীরায় রবিবার ভোর ৪টায় আঘাত হেনেছে বুলবুল। তবে বড় রকমের আঘাত হানে ভোর ৫টার দিকে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত দমকা হাওয়া অব্যাহত ছিল। হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে দমকা হাওয়া ও বৃষ্টি বন্ধ হয়ে রোদ উঁকি দিয়েছে। তবে আকাশে মেঘও রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উদ্ধার অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।

আজ রবিবার সকালে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বাংলাদেশ প্রতিদিনকে জানান, সাতক্ষীরায় ২ লাখ ২৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। ১৭ হাজার বসতবাড়ি সম্পূর্ণ এবং ৬৩ হাজার ৪৬০ ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর, বুড়ি গোয়ালিনী ও আশাশুনির প্রতাপনগর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুলবুলের কারণে অনেক মৎস্য ঘের তলিয়ে গেছে। কাঁকড়া প্রজেক্ট নষ্ট হয়েছে। শত শত বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। গতকাল শনিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সাতক্ষীরার মানুষ। মোবাইল নেটওয়ার্কও ঠিক মতো কাজ করছে না। পিবিএ


আরো পড়ুন