• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

পাওনা টাকা চাইতে গিয়ে হামলা’র শিকার এক যুবক!

/ ৩৬৫ বার পঠিত
আপডেট: রবিবার, ৭ জুলাই, ২০১৯

সাইফুল ইসলাম ফয়সালঃকুমিল্লার বরুড়ার  পৌরসভা দেওরায় পাওনা টাকা চাইতে গিয়ে ইকরাম হোসেন (২২) নামের এক যুবকের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় বরুড়া থানায় ৬ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলো- উপজেলার দেওড়া এলাকার নুরু ইসলামের পুত্র কাউছার (২৮), লতিফ মাওলানার ভাগিনা আলম (২৫), মাতব্বর আলীর নাতি জাবেদ (২৫), আবুল বাশারের পুত্র আলম আমিন (২২), আ: হাকিমের পুত্র বাদল (২৪)”র অভিযোগ থেকে জানা যায়- উপজেলার দেওরা গ্রামের আরব আলীর পুত্র ইকরাম হোসেনের কাছ থেকে আসামী জাবেদ ১৫’শ টাকা ধার নেয়। ধারের টাকা চাইতে গেলে আজ/কাল বলে ঘুরাতে থাকে। গত ২ জুলাই দেওড়া বাজারে জাবেদকে দেখতে পেয়ে পাওনা টাকা দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে গত ৩ জুলাই ইকরাম হোসেনকে দেওড়া বাজার থেকে আসামী কাউছারের বাড়িতে ঢেকে নিয়ে যায়। সেখানে বুঝে উঠার আগেই ইকরাম হোসেনকে উল্লেখিত ৬ আসামীসহ অজ্ঞাত নামা আরো কয়েকজন অস্ত্র শস্ত্র, রড নিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় ইকরাম রাস্তা ফেয়ে আসামীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইকরামকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ৬ জনকে আসামী করে বরুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।


আরো পড়ুন