• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

মাহফিলের খিচুড়ি খেয়ে একজনের মৃত্যু, অসুস্থ ২৭০

/ ১৬৫ বার পঠিত
আপডেট: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

টাঙ্গাইলের দেলদুয়া উপজেলায় মিলাদ মাহ‌ফি‌লের খিচুড়ি খেয়ে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) রা‌তে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তবে ডায়রিয়া রোগী বাড়তে থাকায় ওই এলাকায় স্বাস্থ্য বিভাগ থে‌কে জরুরি মে‌ডি‌কেল টিম পাঠা‌নো হ‌য়ে‌ছে। গত রোববার গড়িয়াবাড়ি গ্রামের বাসিন্দা আক্কাছ আলীর বাড়িতে মিলাদ মাহফিল শেষে খিচুড়ি বিতরণ করা হয়।

মৃত রাহেলা বেগম (৯৩) উপ‌জেলার আটিয়া ইউনিয়নের গ‌জিয়াবা‌ড়ি গ্রা‌মের মৃত বিশা চৌধুরীর স্ত্রী।

স্থানীয়রা জানান, গত রোববার ওই মাহফিল শেষে খিচুড়ি বিতরণ করা হয়। এ সময় যারা খিচুড়ি খেয়েছেন তাদের অধিকাংশই সোমবার ভোর থেকে ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েন শিশুসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ।

এদিকে এক বৃদ্ধার মৃত্যু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে সংবাদ পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিম গজিয়াবাড়ি এলাকার আক্রান্তদের বাড়ি গিয়ে চিকিৎসা দিচ্ছেন। এ ছাড়াও স্থানীয় মসজিদে মাইকিং করে আক্রান্তদেন দ্রুত চিকিৎসকদের জন্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিকের বাড়িতে আসতে বলা হচ্ছে।

আটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, রোববার রাতে খিচুড়ি খাওয়ার পর গ্রামের শিশুসহ অনেক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গজিয়াবাড়ি গ্রামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশরাফুল আলম জানান, ‌গত রোববার খিচুড়ি খেয়ে এ পর্যন্ত শিশুসহ ২৭০ জন নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনার সংবাদ পেয়ে আমরা বাড়ি গিয়ে তাদের চিকিৎসা দিচ্ছি।

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৩ থেকে ১৪ জন ভর্তি রয়েছেন। বেশ কয়েকজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে এক বৃদ্ধা (৯৩) নারীর মৃত্যু হয়েছে।


আরো পড়ুন