• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

সংখ্যায় সংখ্যায় ফুটবল বিশ্বকাপ (পর্ব-২)

/ ৮৭ বার পঠিত
আপডেট: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

আর মাত্র ছয় দিন, এরপরেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হওয়া বিশ্বকাপ ক্রীড়াপ্রেমীদের কাছে এখন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবেই অভিহিত। নানান সময়ে বিচিত্র ঘটনা-ইতিহাসের সাক্ষী ফুটবল বিশ্বকাপ।

ফুটবলপ্রেমীদের এসব বিচিত্র ঘটনা-ইতিহাস নিয়েও রয়েছে কৌতূহল। ক্রীড়াপ্রেমীদের কথা বিবেচনায় বিশ্বকাপে নানান সময়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে থাকছে ‘সংখ্যায় সংখ্যায় ফুটবল বিশ্বকাপ’। আজকে থাকছে দ্বিতীয় পর্ব।

১৭- টানা ১৭ ম্যাচে কোনো জয় পায়নি বুলগেরিয়া। ১৯৬২ থেকে ১৯৯৪ পর্যন্ত কোনো জয় পায়নি তারা।

১৮- বিশ্বকাপে ১৮ ম্যাচে অন্তত একটি করে গোল করেছে কলম্বিয়া।

১৯- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বাদে বাকি ১৯ স্বাগতিক দেশ সেকেন্ড রাউন্ডে খেলেছে।

২০- বিশ্বকাপজয়ী দলগুলোর উরুগুয়ের জয় (২০) সবচেয়ে কম।

২১- ব্রাজিল একক দল হিসেবে ২১টি বিশ্বকাপে খেলেছে।

২২- বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে যুক্তরাষ্ট্রের টনি মিওলা (২২) নেতৃত্ব দিয়েছেন (১৯৯০, প্রতিপক্ষ চেকোস্লোভাকিয়া)

২৩- ফাইনাল বাদে এক টুর্নামেন্টে সব চেয়ে বেশি গোলের রেকর্ড ফ্রান্সের (১৯৫৮)।

২৪- বিশ্বকাপে শেষ ৪-এ ওঠা দলের সংখ্যা।

২৫- বিশ্বকাপে সবচেয়ে বেশি হার মেক্সিকোর।

২৬- বিশ্বকাপের ২৬তম আসর হবে ২০৩৮ সালে। যেটি হবে বর্তমান ট্রফিতে শেষ বিশ্বকাপ।

২৭- বিশ্বকাপে ডেনমার্কের গোল সংখ্যা।

২৮- সবচেয়ে বেশি লাল কার্ড (২০০৬ সাল)।

২৯- বিশ্বকাপে স্পেনের জেতা ম্যাচ।

৩১- বিশ্বকাপের বাছাইপর্বে সবচেয়ে বড় ব্যবধানের জয়। আমেরিকান সামোয়াকে ২০০১ সালে ৩১-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।


আরো পড়ুন