• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

সৌদি নারী গৃহকর্মীদের যৌন – নির্যাতনের প্রতিবাদে ঢাকায় গণজমায়েত!

/ ৩৪৮ বার পঠিত
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

অনলাইন ডেস্ক::- বাংলাদেশি নারী শ্রমিকদের ওপর সৌদি মালিকদের বর্বরোচিত যৌন-নির্যাতনের প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজধানী ঢাকায় গণজমায়েত ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের ফুটপাতে এই কর্মসূচি হয়।

গণজমায়েত সমাবেশে বক্তারা বলেন, সৌদি আরবে যেসব নারী অত্যাচারিত হচ্ছেন, তাদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকারের। তারা রাতদিন পরিশ্রম ও কষ্ট করে অর্থ উপার্জন করে, বিদেশ থেকে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন। অথচ সরকারের দূতাবাস এই অত্যাচারিত, নির্যাতিত নারী শ্রমিকদের পাশে দাঁড়ায় না। বক্তারা সৌদি আরবে কর্মরত নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে জোর দাবি জানান।

গণজমায়েত কর্মসূচিতে বক্তব্য দেন প্রকৌশলী ইনামুল হক, শেখ বাতেন, হাসনাত কাইয়ুম, রাখাল রাহা অনুপম দেবাশিষ রায় ওসাত্তার হোসেন প্রমুখ।


আরো পড়ুন