• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

নতুন জঙ্গি সংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার

/ ১০৫ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর ডেমরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আর বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথা জানানো হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত সবাই হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল।পাহাড়ি সন্ত্রাসী দল কুকি চিন নেতা নাথান বুম এর সঙ্গে এক হয়ে নতুন  জঙ্গি সংগঠনটি পাহাড়ে ক্যাম্প তৈরি করা ও প্রশিক্ষণ দেবার কাজ শুরু করে।

সিটিটিসি প্রধান বলেন, ‘২১শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পরিকল্পনায় বাংলাদেশ জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সংগঠিত হতে থাকে। বিভিন্ন জঙ্গি সংগঠনের জামিনপ্রাপ্তরা মিলে নতুন প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছিল। এ বছরের শুরুর দিকে তারা বৈঠক করেছে। এ সংগঠনের মূল মাস্টারমাইন্ড শামীম মাহফুজ। তিনি বর্তমানে দেশেই রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে,’ যোগ করেন তিনি।


আরো পড়ুন