• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

সুবর্ণচরে ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে ক্ষয়ক্ষতি

/ ১০১ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে নোয়াখালী সুবর্ণচর উপজেলার আটটি ইউনিয়নের ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ জরিপ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ এর স্বাক্ষরিত দুর্যোগের আনুমানিক ক্ষয়ক্ষতি এবং জরুরি চাহিদা (এসওএস) নিরূপণ ফরমে এসব তথ্য নিশ্চিত করেন।

উপজেলা সূত্রে জানা যায়, সমগ্র উপজেলার দুর্গত মানুষের সংখ্যা আনুমানিক ৫ হাজার ৫০০ জন। আনুমানিক ১৭৭ টি বাড়ি ঘর বিধ্বস্তের মধ্যে ১২৩ টি আংশিক ও ৫৪ টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এবং উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের এক জনের মৃত্যু ও এক জন আহত হয়েছে বলে জানা যায়।

এছাড়াও সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ বলেন, সমগ্র উপজেলায় ৩৮ হাজার ৭১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদ হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ৮৯৫ হেক্টর আমন ধান শুয়ে পড়ে। এবং ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে সবজি চাষাবাদের মধ্যে ১৪৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়।


আরো পড়ুন