• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

/ ১৪৫ বার পঠিত
আপডেট: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

মোহাম্মদ কাজল মিয়া, গাজীপুর প্রতিনিধিঃ
‘আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল ২২ অক্টোবর, ২০২২ নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুর জেলা প্রশাসকের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। গাজীপুরে সকাল ৯টায় র‌্যালি ও আলোচনাসভা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেষ্ট, মোছাঃ নাসরীন পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক, রবিউল ইসলাম।

বক্তব্য রাখেন- অধ্যাপক এম এ বারী, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেন, গাজীপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে. এম. শরিফুল আলম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার ট্রাফিক, অমিত সূত্রধর, নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ আঃ হালিম ও সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী-সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিআরটিএর সহকারি পরিচালক মোঃ আবু নাইম।


আরো পড়ুন