• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

বিমানে প্রশ্নফাঁসের ঘটনায় পাঁচ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

/ ১১৩ বার পঠিত
আপডেট: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরা সবাই বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারী।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে এর সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত বলে জানতে পেরেছে ডিবি।

তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবে বলে জানান ডিবি প্রধান।
গ্রেপ্তাররা হলেন- এম‌টি অপারেটর মো. জাহাঙ্গীর আলম (৩৬), মোহাম্মদ মাহফুজ আলম ভূঁইয়া (৩১), মো. এনামুল হক (২৭), অফিস সহায়ক আওলাদ হোসেন (২৯) ও হারুনুর রশিদ (৪০)। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মাস্টার রু‌লে কর্মরত।

ডিবি প্রধান জানান, পাঁচ থেকে দশলাখ টাকার চুক্তির বিনিময়ে প্রশ্ন দেয়া হতো। যাদের টাকা নেই তাদের কাছে সম্পত্তির বিনিময়ে চুক্তি করা হতো। এর আগে শুক্রবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দশটি পদের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। পরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের একপাশ আটকে অবরোধ করেন চাকরি প্রত্যাশীরা।


আরো পড়ুন