• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

১২ ঘণ্টা গ্যাসহীন শিল্পকারখানা: উৎপাদন অর্ধেকেরও নিচে

/ ১৩২ বার পঠিত
আপডেট: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

প্রতিদিন ১২ ঘণ্টা গ্যাস না থাকায় টেক্সটাইল শিল্পের উৎপাদন অর্ধেকেরও নীচে নেমে গেছে। শিল্পটিকে বাঁচাতে প্রয়োজনে স্পট মার্কেট থেকে বেশি দামে গ্যাস এনে সরবরাহ ঠিক রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন- বিটিএমএ।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন। তিনি দাবি করেন, গ্যাস সংকটের কারণে ৬০ ভাগ কারখানা উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, গত কয়েকমাসে এক বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস সংকট অব্যাহত থাকলে রপ্তানি আরও কমছে। যা ডলার সংকট আরও বাড়িয়ে দিবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।


আরো পড়ুন