• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

ভ্যাটের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি বন্ধের আহ্বান

/ ১৩০ বার পঠিত
আপডেট: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেছেন, পণ্যভেদে ১০০ টাকার পণ্যে ৯১.৬২ টাকা ভ্যাট দিতে হয়। যার পুরোটাই বর্তায় ভোক্তার ওপর।

ভ্যাটের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি বন্ধ ও ১৫ নভেম্বর থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবিতে শনিবার (২২ অক্টোবর) সংবাদ সম্মেলনের তিনি এ কথা বলেন।  

দোকান মালিক সমিতির সভাপতি জানান, ইএফডি মেশিনে ভ্যাট আদায় না করায় নানা রকম ভোগান্তির শিকার হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

তাই দ্রুতই ভ্যাট আদায়ে সব প্রতিষ্ঠানেই ইএফডি মেশিন দেওয়ার আহ্বান জানাচ্ছি।  

এ সময় করোনাকালীন ও বৈশ্বিক সংকটের প্রভাবে ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন ব্যবসায় রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা।


আরো পড়ুন