• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় অর্থনীতিবিদ ড. গোলাম রসুল

/ ১৫৪ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আওয়ানিদিস ও তার সহকর্মীরা একটি ডাটাবেজ তৈরি করেছেন। সেখানে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের একটি তালিকা করা হয়েছে। সম্প্রতি সেই তালিকা প্রকাশ করেছে

এলসেভিয়ার সায়েন্স’। তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অর্থনীতিবিদ ড. রসুল। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) অর্থনীতি বিভাগের চেয়ারম্যান।


২০২২ সালে প্রকাশিত এই তালিকায় বিশ্বের ১ লাখ ৯৫ হাজার গবেষকদের মধ্যে শীর্ষ ১৮ হাজার জনের নাম রয়েছে। তালিকায় থাকা বিজ্ঞানীদের গবেষণা জার্নালে সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে।

ড. রসুল ২০২২ সালে আইইউবিএটিতে যোগ দেন। এর আগে তিনি এশিয়ার অন্যতম প্রধান গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (ICIMOD) প্রধান অর্থনীতিবিদ ছিলেন। সেখানে তিনি অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন এবং খাদ্য, পানি ও জ্বালানি ব্যবস্থাপনার ক্ষেত্রে গবেষণায় জড়িত ছিলেন।


আরো পড়ুন