• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

বিশ্বকাপের লড়াই শুরুর আগে পাকিস্তানের জন্য দুঃসংবাদ

/ ১২১ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২৩ অক্টোবর মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম্যাচের টিকিট ইতিমধ্যে শেষ হয়েছে। তবে ব্যাটে-বোলের লড়াই শুরু আগেই বড় দুঃসংবাদ পেল পাকিস্তান।

২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের টপ অর্ডার ব্যাটার শান মাসুদ চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অনুশীলন করার সময় আঘাত পান শান মাসুদ।


মেলবোর্নে আর এক দিন পর হাই ভোল্টেজ ম্যাচ। তার আগে এ বাঁহাতি ব্যাটারের হাসপাতালে ভর্তি হওয়া চিন্তার ভাঁজ বাড়িয়েছে বাবর আজমদের। আঘাত কতোটা গুরুতর তা এখনো জানা যায় নি। ধারণা করা হচ্ছে ভারত ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন এ বাঁহাতি ব্যাটার।

জানা যায়, অনুশীলনের সময় মোহাম্মদ নেওয়াজের একটি শট মাসুদের মাথায় এসে পড়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এ টপ অর্ডার ব্যাটার। আঘাত পাওয়ার পাঁচ থেকে সাত মিনিটের ব্যবধানে তাকে হাসপাতালে নেওয়া হয়।


আরো পড়ুন