• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১২ অপরাহ্ন

আনসার আল ইসলামের সদস্যকে গ্রেপ্তার করল এটিইউ

/ ৯৬ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পলাতক সদস্য মোহাম্মদ সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার রাতে কক্সবাজার সদর থানার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ সাইফুল্লাহ ২০১৯ সালে সন্ত্রাস বিরোধী আইনে রাজধানীর সবুজবাগ থানায় দায়েরকৃত একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, সাইফুল্লাহ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কাতারে অবস্থান করেন।

সেখানেই তিনি জঙ্গিবাদে জড়িয়ে পড়েন এবং কাতারে অবস্থিত কিছু বাংলাদেশির সঙ্গে এই বিষয়ে সম্পৃক্ত হন।
২০১৯ সালে সাইফুল্লাহ বাংলাদেশে ফিরে আসেন এবং আনসার আল ইসলামের কার্যক্রমের জড়িয়ে পড়েন।
এরমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তারের জন্য সচেষ্ট হয়। ২০১৯ সালের ৯ জুলাই সবুজবাগ থানায় সাইফুল্লাহকে আসামি করে একটি মামলা দায়ের করে ডিএমপির সিটিটিসি।

তিনি আরও বলেন, তবে মামলা দায়েরের আগে থেকেই তিনি পলাতক ছিলেন। এরমধ্যে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অবশেষে সাইফুল্লাহকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এটিইউ।


আরো পড়ুন