• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা গোপন কক্ষের জন্য নয় : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

/ ৮৫ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য, অবশ্যই গোপন কক্ষের জন্য নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৯ অক্টোবর) সচিবালয় সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গাইবান্ধায় উপ নির্বাচনসহ কয়েকটি পৌরসভা নির্বাচনে গোপন কক্ষে সিসি ক্যামেরা লাগানোর বিষয়টি ভোটারের প্রাইভেসি লঙ্গন অবশ্যই।

তিনি বলেন, গোপন কক্ষ, গোপন কক্ষই। সেখানে মানুষ গোপনে ভোট দেবে। কিন্তু সেখানে যদি ক্যামেরা লাগানো হয়, তাহলে তো সেটা গোপন থাকে না। এটা সাধারণ মানুষ ও আইনজ্ঞদের অভিমত। সিসি ক্যামেরা ভোট কেন্দ্রে থাকতে পারে তবে সেটি সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য, অবশ্যই গোপন কক্ষের জন্য নয়।
তিনি আরও বলেন, বিষয়টি আইনের পরিপন্থী বলেও বলছেন আইন বিশেষজ্ঞরা। তাই আগামী নির্বাচনগুলোতে নির্বাচন কমিশন সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিলেও সেটা যাতে গোপন কক্ষে না হয়ে ভোট কেন্দ্রের বাইরে বসানো হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।


আরো পড়ুন