• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

কংগ্রেসের নতুন সভাপতি খাড়গে যে বার্তা দিলেন!

/ ১০৫ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে উপমহাদেশের অন্যতম পুরোনো দল ভারতীয় কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। খাড়গে সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর অত্যন্ত আস্থাভাজন। এদিকে খাড়গেকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর নির্বাচিত হয়েই আস্থার প্রতিদান দিলেন নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

তিনি জানান, দলের বিষয়ে গান্ধী পরিবারের পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। ভারতের ১৩৭ বছরের পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসে পরিবর্তনের হাওয়া লেগেছে। প্রায় ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে। দলটির দীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত ৪১ জন সভাপতি হয়েছেন। মল্লিকার্জুন তাদের মধ্যে দ্বিতীয় দলিত হিসেবে দলের সর্বোচ্চ পদে আসীন হলেন। ফলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে লড়াই নামতে হবে খাড়গের নেতৃত্বাধীন কংগ্রেসকে।

এদিকে, গান্ধী পরিবারের বাইরে কংগ্রেস নেতৃত্বের সংস্কারের দাবি তুলে আলোচনায় আসা শশী থারুর অবশ্য পরাজিত হয়েছেন খাড়গের কাছে। বুধবার (১৯ অক্টোবর) প্রকাশিত ফলাফলে খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট। আর শশী থারুর পেয়েছেন মাত্র ১ হাজার ৭২ ভোট। তবে ফলাফল নিয়ে অসন্তোষ জানিয়েছেন শশী থারুর।

এদিকে, সোনিয়া অনুগত মল্লিকার্জুন খাড়গে সভাপতি হওয়ায় দলে গান্ধী পরিবারের নিয়ন্ত্রণ থাকছেই বলে মনে করা হচ্ছে। কারণ গান্ধী পরিবারের প্রস্তাবে ভোটে লড়েছেন তিনি। এমনকি খাড়গেও বলেছিলেন, সভাপতি হলে তিনি গান্ধি পরিবারের পরামর্শ মেনে চলবেন। কারণ দলের উন্নয়নে অনেক ইতিহাসের সাক্ষীড়ে থেকেছে গান্ধী পরিবার।

দেশটির স্বাধীনতার পর থেকে গান্ধী পরিবারের সদস্যরাই অধিকাংশ সময় কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন। নেহরু-গান্ধী পরিবারের বাইরে ১৯৯৭ সালে শেষবার সভাপতি নির্বাচিত হন কংগ্রেস কোষাধ্যক্ষ সীতারাম কেশরী।


আরো পড়ুন