• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

/ ৭৫ বার পঠিত
আপডেট: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলাম আপন এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। রোববার দুপুর সাড়ে ১২ টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে আগামী ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন বক্তারা। এর আগে সাংবাদিকদের একটি প্রতিবাদ র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আপনের ওপর সন্ত্রাসী হামলার ৭২ ঘন্টা পেরিয়ে গেছে। থানায় লিখিত অভিযোগও দেওয়া হলেও পুলিশ হামলাকারীদের আইনের আওতায় আনতে গড়িমসি করছেন এটা খুব দুঃখ জনক। মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় প্রশাসনকে ৭২ ঘন্টার সময় বেঁধে দেন। ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনলে স্থানীয় প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়।


ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু’র সভাপতিত্বে ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখা’র সভাপতি ও তৃতীয় মাত্রা প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চাটমোহর বার্তা পত্রিকার সম্পাদক এসএম হাবিবুর রহমান, দৈনিক সময় অসময় পত্রিকার সম্পাদক বেলালুর রহমান, ভাঙ্গুড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বদরুল আলম বিদ্যুৎ, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল খালেক, বাংলাদেশের খবর প্রতিনিধি হেলাল খান, আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক, মানবকণ্ঠের প্রতিনিধি রায়হান আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা, যুগান্তর প্রতিনিধি পিপুল, ভোরের দর্পণ প্রতিনিধি ময়নুল হক, আমাদের সময়ের প্রতিনিধি আব্দুর রহিম, খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, জবাবদিহি প্রতিনিধি মিনু খান, আমার সংবাদ প্রতিনিধি ইকবাল হোসেন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, আলোকিত সকাল প্রতিনিধি মেহেদী হাসান রানা, বালাদেশ সমাচার প্রতিনিধি সাখাওয়াত হোসেন ও সময়ের কাগজ প্রতিনিধি মেহেদী হাসান প্রমূখ। এছাড়াও স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত (৬ অক্টোবর) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের কলকতি নদী ঘাট এলাকায় সাংবাদিক আপন সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছবি:- ক্যাপশন:: পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,
৭২ ঘণ্টার আল্টিমেটাম

পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলাম আপন এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। রোববার দুপুর সাড়ে ১২ টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে আগামী ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন বক্তারা। এর আগে সাংবাদিকদের একটি প্রতিবাদ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আপনের ওপর সন্ত্রাসী হামলার ৭২ ঘন্টা পেরিয়ে গেছে। থানায় লিখিত অভিযোগও দেওয়া হলেও পুলিশ হামলাকারীদের আইনের আওতায় আনতে গড়িমসি করছেন এটা খুব দুঃখ জনক। মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় প্রশাসনকে ৭২ ঘন্টার সময় বেঁধে দেন। ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনলে স্থানীয় প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু’র সভাপতিত্বে ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখা’র সভাপতি ও তৃতীয় মাত্রা প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চাটমোহর বার্তা পত্রিকার সম্পাদক এসএম হাবিবুর রহমান, দৈনিক সময় অসময় পত্রিকার সম্পাদক বেলালুর রহমান, ভাঙ্গুড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বদরুল আলম বিদ্যুৎ, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল খালেক, বাংলাদেশের খবর প্রতিনিধি হেলাল খান, আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক, মানবকণ্ঠের প্রতিনিধি রায়হান আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা, যুগান্তর প্রতিনিধি পিপুল, ভোরের দর্পণ প্রতিনিধি ময়নুল হক, আমাদের সময়ের প্রতিনিধি আব্দুর রহিম, খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, জবাবদিহি প্রতিনিধি মিনু খান, আমার সংবাদ প্রতিনিধি ইকবাল হোসেন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, আলোকিত সকাল প্রতিনিধি মেহেদী হাসান রানা, বালাদেশ সমাচার প্রতিনিধি সাখাওয়াত হোসেন ও সময়ের কাগজ প্রতিনিধি মেহেদী হাসান প্রমূখ। এছাড়াও স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত (৬ অক্টোবর) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের কলকতি নদী ঘাট এলাকায় সাংবাদিক আপন সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছবি:- ক্যাপশন:: পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিবার্চনের নামে মানুষের সাথে প্রহশন – মো: শাহজাহান বিএনপির ভাইস চেয়ারম্যান

মানিক ভূঁইয়া নোয়াখালী প্রতিনিধি:
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, এটা কোন নিবার্চন নয়, নিবার্চনের নামে একটা তামশা, মানুষের সাথে একটা প্রহশন খেলা। তিনি বলেন, দেশের বা রাষ্ট্রের অর্থ নষ্ট করা এবং পেশাদার বিভিন্ন লোকজনকে পরিচয় থেকে দলীয় করন করা, যাহা আওয়ামীলীগের করে না, বিএনপি ও করে না, তাদেরকে হেনস্ত করা সম্প্রতি একজন সচিবকে দেখে না কি করছে? তিনি প্রশ্ন রাখেন। তিনি বলেন, এ সকারের অধীনে কোন নিবার্চন নয়, বেগম থালেদা জিয়া মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে হবে আগামী নিবার্চন।

তিনি মঙ্গলবার বিকালে নোয়াখালী জজ কোট (জেলা ও দায়রা জজ আদালত) বিচারক নিলুফার সুলতানা এজলাশে থেকে বিএনপির অংগ সংঘটনের বিভিন্ন উপজেলার বিভিন্ন মামলায় প্রায় এক হাজার (৯৯২জন) নেতাকর্মী উচ্চ আদালত জামিন নিয়ে আজ নিন্ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে, আদালত থেকে বের হয়ে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবারে এসব কথা বলেন।

আদালত সেনবাগের ইকবাল মাষ্টার ও চাটখিলের জহিরুল ইসলাম ছাড়া অন্যদের জামিন দিয়ে বলে জানান, নোয়াখালী বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবি এড আবদুর রহমান। এ সময় বারের প্রায় অর্ধশতাধিক আইনজীবি এ মামলা গুলো পক্ষে আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্র পক্ষে পিপি গোলজার হোসেন সহ অন্যান্য আইনজীবি উপস্থিত ছিলেন।

এ সময় আরোও ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ জেড এ গোলাম হায়দর বিএসসি, কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান, এডভোকেট শাহাদাত হোসেন,এডভোকেট আবদুর রহিম, এডভোকেট আবদুর রহমান ছুন্নু, পৌর বিএনপির সভাপতি -সাধারন সম্পাদক আবু নাছের, রাসেল,এড: রবিউল হাসান,এড: দিদার আলম, সদর উপজেলা সভাপতি ও সাধারন সম্পাদক, দপ্তর সম্পাদক ওমর ফারুক টুপি সহ বিএনপি, যুবদলের নুরুল আমিন, কৃষক দল ভিপি পলাশ, শ্রমিকদল কছি, ও ছাত্রদলের আজগর উদিন দুখু নেতৃবৃন্দ।


আরো পড়ুন