• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

অনুমোদনহীন বিপুল পরিমাণ মোবাইলসহ ০৪ জন গ্রেফতার !

/ ১২৮ বার পঠিত
আপডেট: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

ডেস্ক রিপোর্টঃ

গতকাল ১৭ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র‍্যাব-১০ ও বিটিআরসি এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন শনির আখড়া আয়েশা সুপার মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর লাইসেন্স ব্যতীত মোবাইল মজুদ, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করার অপরাধে ০৪ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১/ মোঃ অহিদুল ইসলাম (২৩), ২/ মোঃ রুবেল (২৮), ৩/ মোঃ দেলোয়ার (২৮) ৪/ রুবেল (২৪) বলে জানা যায়।

এসময় তাদের নিকট হতে বিটিআরসি’র অনুমোদনহীন মোট ৭৮ (আটাত্তর) টি মোবাইল সেট ও ৩৫ (পঁয়ত্রিশ) টি মোবাইল চার্জার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মোবাইল চোরাকারবারির সক্রিয় সদস্য।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আরো পড়ুন