• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

ভান্ডারিয়ায় ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

/ ৩৪৬ বার পঠিত
আপডেট: শনিবার, ৬ জুলাই, ২০১৯

পিরোজপুর প্রতিনিধিঃভান্ডারিয়ায় শনিবার ইয়াবাসহ দুই ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। সকালে ভান্ডারিয়া হাসপাতালের ল্যাব এসিস্ট্যান্ট লিটন মালী (৩২) নামের এক ব্যক্তির পেট থেকে ৮পিচ ইয়াবা ট্যাবলেট বের করা হয়। ভান্ডারিয়া থানার এ এস আই মো. ফেরদৌস জানান, লিটন মালী পার্শবর্তী রাজাপুর উপজেলা থেকে ইয়াবা ট্যাবলেট কিনে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন সরদার পাড়া সড়কের বাংলালিংক টাওয়ার সংলগ্ন এলাকায় অবস্থান কালে তাকে আটক করতে গেলে এসময় লিটন তার ব্যবহৃত মোটর সাইকেল পুলিশের ওই কর্মকর্তার গায়ে উঠিয়ে দিয়ে পালানোর চেষ্টা করলে সহযোগী পুলিশ সদস্যরা লিটনকে আটক করে। এসময় লিটন তার সাথে থাকা পলিথিনে মোরানো ইয়াবা ট্যাবলেট গিলে ফেলে। লিটন দাবি করে তার কাছে কোন ইয়াবা ট্যাবলেট নেই। এ সময় পুলিশের জোড় দাবির প্রেক্ষিতে লিটনের পেট ওয়াস করে আট পিচ ইয়াবার মধ্যে সাত পিচ ইয়াবা পলিথিনে মোরানো অবস্থায় বের করে এবং এক পিচ গলে যায়।
আপরদিকে শনিবার বিকেল সাড়ে তিনটায় পৌর শহরের কলেজ মোর এলাকা থেকে ৬পিচ ইয়াবাসহ ব্যবসায়ী শাহীন হাওলাদার (২৭)নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। শাহীন কলেজ মোর এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। জানাগেছে, থানাপুলিশ গোপন সংবাদের জানতে পেরেছে শাহীন কলেজ মোর এলাকায় বসে খুচরা মাদক সেবীদের কাছে ইয়াবা বিক্রী করছে এমন সময় পুলিশ তাকে হাতে নাতে গ্রেফতার করে। এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাকসুদুর রহমান জানান, দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


আরো পড়ুন