• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন 

/ ৭৪ বার পঠিত
আপডেট: সোমবার, ১০ অক্টোবর, ২০২২

শেরপুরের ঝিনাইগাতীতে একটি চলন্ত যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন ধরে পুড়ে গেছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার চালক মো. বায়েজিদ সোমবার দুপুর দুইটার দিকে শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে যাত্রী নিয়ে ঝিনাইগাতী উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে বেলা আড়াইটার দিকে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তেতুলতলা বাজারের কাছাকাছি পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। এসময় চালকসহ সিএনজিতে থাকা যাত্রীরা ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে পুড়ে যায় সিএনজিচালিত অটোরিকশাটি।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিএনজিটির ইঞ্জিন ছাড়া পুরোটাই পুড়ে গেছে। তবে এতে চালক বা কোনো যাত্রী আহত হননি।  


আরো পড়ুন