• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশকে ৮ উইকেটের বড় হার উপহার দিয়েছে নিউজিল্যান্ড

/ ৭১ বার পঠিত
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

হতশ্রী ব্যাটিংয়ের পর বল হাতেও নির্লিপ্ত টাইগার বোলাররা। ক্রাইস্টচার্চে হারের বৃত্তে বাংলাদেশ। বিশ্বকাপ মিশনের প্রাক্কালে ত্রিদেশীয় ম্যাচে টানা দুই ম্যাচেই হারল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এ দিন ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে সাকিব আল-হাসানের দল। হতশ্রী ব্যাটিংয়ে হারের পথটা আগেই গড়ে রেখেছিল বাংলাদেশ। তবে বল হাতে খুব বেশি কিছু করার ছিল না। তবে, ১৩৭ রানের পুঁজি নিয়ে জিততে হলে যা করতে হতো বল হাতে, সেটা হয়নি। সহজ লক্ষ্যে ১৩ বল হাতে রেখেই জয় পেয়েছে স্বাগতিকরা।

এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ধাক্কা খায় মিরাজের উইকেট হারিয়ে। দ্বিতীয় ওভারে দলীয় ১২ রানে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর শান্ত-লিটনের ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪১ রান।

ইয়াসির, মোসাদ্দেক, মেহেদীদের ব্যর্থতার দিনে ভালো কিছু করতে পারেননি সাকিব আল হাসান। সাকিবের সংগ্রহ ১৬ বলে ১৬ রান। শান্তর ২৯ বলে ৩৩, লিটনের ১৬ বরে ১৫, আফিফের ২৬ বলে ২৪ রান দেখে মনেই হয়নি এটি সীমিত ওভারের ম্যাচ।

নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও ইশ সোধি। নিউজিল্যান্ডের মাটিতে এই ম্যাচ জিততে হলে অবিশ্বাস্য কিছু করতে হতো তাসকিনদের। আগের ম্যাচে বাজে বোলিংয়ের কারণে দলে ছিলেন না মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে সুযোগ পায় শরিফুল ইসলাম। টাইগার বোলাদের মধ্যে আজ সবচেয়ে খরুচে ছিলেন তিনিই। ৩.৫ ওভার হাত ঘুরিয়ে ১ উইকেট তুললেও খরচ করেছেন ৩৯ রান।

মামুলি লক্ষ্য সামনে রেখে নিউজিল্যান্ড শুরুটা করেছিল বেশ ধীরে সুস্থে। কোনো ঝুঁকি ছাড়াই তো আজকাল এমন লক্ষ্য তাড়া করা যায়! বাংলাদেশের বোলিংও শুরু থেকে শেষতক ছিল মোটাদাগে সাদামাটা। প্রথম উইকেটের দেখা পাওয়ার আগে যাও একটু দেখা যাচ্ছিল, সেই উইকেটের পর যেন উবে গেল তাও। বুধবার সকাল ৮টায় আবারও মাঠে নামবে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সাকিবের দলের প্রতিপক্ষ পাকিস্তান। যাদের কাছে প্রথম ম্যাচে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ।


আরো পড়ুন