• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

ক্রিমিয়ায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ব্রিজটি আংশিক চালু

/ ১০২ বার পঠিত
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

ক্রিমিয়ায় বিস্ফোরণ ও আগুনে ক্ষতিগ্রস্ত ব্রিজটি আংশিক চালু হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। শনিবার সন্ধ্যায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হালকা গাড়িগুলো সীমিত পরিসরে ব্রিজটি ব্যবহার করছে।   

বিবিসির খবরে বলা হয়েছে, বিশাল বিস্ফোরণ ও আগুন লাগার কয়েক ঘণ্টা পর পুনরায় ব্রিজটি দিয়ে হালকা যান চলাচল শুরু হয়েছে।  

২০১৪ সালে ক্রেমলিন দখলের পর থেকে এই সেতুটি ক্রেমলিনের সঙ্গে ইউক্রেনের যোগাযোগের অন্যতম মাধ্যম।

ইউরোপের সবচেয়ে বড় এই ব্রিজটিতে বিস্ফোরণে অন্তত ৩ জনের মৃত্যুর কথা জানিয়েছেন তদন্তকারীরা।  

রাশিয়ান কর্মকর্তাদের দাবি, একটি তেলের ট্যাঙ্কারের আগুন লেগেছিল। এরই পাশে থাকা একটি লরি বিস্ফোরণে ৩ জন মারা যান।  

রেল ও সড়ক যোগাযোগের জন্য ২০১৮ সালে এই সেতুটি খোলা হয়েছিল এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য এটি একটি মূল সরবরাহ রুট।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেন, ‘অবৈধ সবকিছু ধ্বংস করতে হবে। চুরি হওয়া সবকিছু ইউক্রেনে ফেরত দিতে হবে। রাশিয়ার দখলকৃত সবকিছু পুনরুদ্ধার করতে হবে। ’


আরো পড়ুন