• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

/ ৭২ বার পঠিত
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

ত্রিদেশীয় টি-টোয়েন্টি ‘বাংলাওয়াশ’ সিরিজের তৃতীয় ম্যাচে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ (৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে পাকিস্তানকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে টাইগাররা। এই সিরিজের প্রথম ম্যাচে হারের পর এবার ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে মাঠে নামতে পারেননি টাইগার টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

তবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে থাকছেন তিনি। কিউই ম্যাচের আগের দিন দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলনও করেছেন।

এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের জন্য জায়গা ছেড়ে দিতে হতে পারে অফ স্পিনার নাসুম আহমেদকে। তবে উইকেট বিবেচনায় নাসুমের দলে থাকাও অবাক হওয়ার মতো কিছু নয়। এ ছাড়া টাইগার দলের ওপেনিং পজিশনেও পরিবর্তনের জোর গুঞ্জন উঠেছে। এই ম্যাচে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত, সেক্ষেত্রে জায়গা ছাড়তে হতে পারে ওপেনার সাব্বির রহমানকে।

এই ম্যাচে নিউজিল্যান্ড দলেও এক পরিবর্তনের জোর গুঞ্জন রয়েছে। ফিরতে পারেন অভিজ্ঞ মার্টিন গাপটিল। পাকিস্তানের বিপক্ষে মার্টিন গাপটিলকে ছাড়াই মাঠে নেমেছিল স্বাগতিক কিউইরা।


আরো পড়ুন