• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

কিউইদের বিপক্ষে গর্জে উঠতে মরিয়া সাকিবের বাংলাদেশ

/ ৭৭ বার পঠিত
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড। দু’দলই পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করেছে। আসরে আজ তাই নিজেদের প্রথম জয়ের খোঁজে থাকবে দল দুটি।

বাংলাদেশ দলের জন্য সুখবর বিশ্রাম কাটিয়ে দলে যোগ দেওয়া টি২০ অধিনায়ক সাকিব আল হাসান গতকাল অনুশীলন করেছে। সবকিছু ঠিক থাকলে আজ তাকে নিয়েই স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ে নামবে টাইগাররা। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।


ঘরের মাঠে কিউইরা শক্তিশালী তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সাকিব ফিরেছেন, সেরেছেন ম্যাচ প্রস্তুতি। বাড়তি প্রেরনা তাই টাইগার শিবিরে। সাকিব ফেরায় আজ নাসুম আহমেদকে বসতে হতে পারে একাদশের বাইরে। আর ওপেনিংয়ে আরো একটা সুযোগ পেতে পারেন মেহেদী হাসান মিরজে ও সাব্বির রহমান।

সমীকরণ বলছে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ টি২০ ম্যাচে মাত্র তিনবার জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। সেই তিনটি জয়ই আবার এসেছে গতবছর মিরপুরের হোম অফ ক্রিকেটের মরা উইকেটে। নিউজিল্যান্ডে আজ যে বাংলাদেশকে তাই কঠিন এক পরীক্ষার মুখে পড়তে হবে তা বলা বাহুল্য।

তবে ম্যাচ শুরুর আগের দিন অধিনায়ক সাকিব তার ফেরিভায়েড ফেসবুক পোস্টে জানান কিউইদের বিপক্ষে গর্জে উঠতে মরিয়া টাইগাররা। সাকিব তার ফেসবুক পোস্টে লেখেন, সময় এসেছে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার। টাইগাররা তাদের ত্রিদেশীয় টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে গর্জে উঠতে মরিয়া হয়ে আছে! দেখা যাক সাকিবের নেতৃত্বে মরিয়া বাংলাদেশ নিউজিল্যান্ডে তাদের প্রথম টি২০ জয় তুলে নিতে পারে কি-না!


আরো পড়ুন