• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

/ ৬৭ বার পঠিত
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২
প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

বাংলাদেশসহ সারাবিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি বলেন, মহামতি বুদ্ধ মুক্তি ও মানবতার প্রতীক। তিনি হিংসা ও হানাহানি, শোষণ, বঞ্চনা থেকে মানবজাতিকে মুক্তির পথ দেখিয়েছেন।

শনিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে আয়োজিত এক সভায় এ কথা বলেন রাষ্ট্রপতি। এসময় তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে বুদ্ধের বাণী একটি সম্প্রীতির ও শান্তির সমাজ গঠনে কার্যকরী। আমি আশা করি একটি সুখী শান্তিময় বাংলাদেশ গড়তে আপনারা বুদ্ধের এই আস্থা ও বিশ্বাস পরিপূর্ণভাবে কাজে লাগাবেন। বুদ্ধের এই মহান আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামীকাল বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সাথে তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন করবে। এ উৎসবের প্রধান আকর্ষণ হলো সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস উড়ানো। এই উৎসবে রয়েছে মাসব্যাপী কঠিন চীবর দান (ভিক্ষুদের গেরুয়া রংয়ের বস্ত্র প্রদান অনুষ্ঠান)।


আরো পড়ুন