• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

ত্যাগের বদলে ভোগ এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে : রাশেদ খান মেনন

/ ১০৩ বার পঠিত
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত শর্ষের ভেতর ভূত দেখছে মন্তব্য করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি-জামায়াত কোনো নির্বাচনই নিরপেক্ষ করতে পারেনি।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলের ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা কমিটির কর্মী সমাবেশে মেনন আরও বলেন, চা শ্রমিকদের মজুরিসহ বিভিন্ন সমস্যা ও আদিবাসীদের ভূমি রক্ষার বিষয়টি সংসদে তুলে ধরেছি। রাজনৈতিক কর্মী হতে হলে মানুষের পাশে থাকতে হবে।

ত্যাগের বদলে ভোগ এখন রাজনৈতিক কর্মীদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে বলেও সমাবেশে মন্তব্য করেন মেনন। সিলেট জেলা কমিটির সভাপতি সেকান্দার আলীর সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্যা দীনবন্ধু পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, গোলাম হোসেন আজাদ, অজিত দেবনাথ, আবদুল্লাহ খোকন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন, যুব মৈত্রীর জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি মাসুদ রানা চৌধুরী ও নারী মুক্তি সংসদ সিলেট জেলার আহ্বায়ক রিতা আক্তার প্রমুখ।


আরো পড়ুন