• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

গণপরিবহন চলাচল বন্ধ

/ ৮১ বার পঠিত
আপডেট: শনিবার, ৮ অক্টোবর, ২০২২

হবিগঞ্জ জেলায় আজ শনিবার (৮ অক্টোবর) সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের কারণে এগুলো বন্ধ রাখা হবে।

নির্বাচন শুরু হবে সকাল ৮টা থেকে। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। এরই মধ্যে গণপরিবহন বন্ধ থাকার বিষয়ে এক বিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।


সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচন থাকার কারণে মোটর মালিক গ্রুপের আওতাধীন সকল বাস মিনিবাস গাড়ি চলাচল বন্ধ থাকবে। যদিও জেলার অভ্যান্তরে সিএনজি অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন চলাচল করবে।

জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যা ন্ড কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২০টি পদে ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সভাপতি পদে সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক পদে শাহীদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৮টি পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আরো পড়ুন