• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

পূর্বশত্রুতার জেরে কলা বাগান কতলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

/ ৮১ বার পঠিত
আপডেট: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
পূর্বশত্রুতার জেরে কলা বাগান কতলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে এক কৃষকের কলা বাগানের ৩শ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । রবিবার গভীর রাতে উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর পশ্চিম পাড়া এলাকার এক কৃষকের কলা বাগানের সব গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে।

ঘটনাসূত্রে জানা যায়, উপজেলার মিঠাপুর ইউপির মিঠাপুর পশ্চিম পাড়া এলাকার উত্তর মাঠে কৃষক বুলু,আলাউদ্দিন (আলাই) ও তাদের ভাতিজা জালাল উদ্দীন তাদের বাড়ির অদূরে ১৫কাঠার অধিক জমিতে বাণিজ্যিক ভাবে তিনশ কলাগাছ রোপণ করেছিলেন। গত রবিবার রাতে পূর্ব শত্রুতার জেরে বাগানের সব কলা গাছ গুলো কেটে বিনষ্ট করে প্রতিপক্ষ একই গ্রামের খলিল উদ্দীনের ছেলে হামিদুল। এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ঐ কৃষকরা।

বাগানের অংশীদার বুলুর মেয়ে বৃষ্টি ও সুরাইয়া জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী হামিদুলের সঙ্গে আমাদের জমাজমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার গভীর রাতে হামিদুল বেশ কয়েকজন লোক দ্বারা দারালো দা দিয়ে কুপিয়ে বাগানের সমস্ত কলা গাছগুলো কেটে ফেলেছে। এতে আমাদের প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় জাহিদুল, তুহিন আক্তার জানান, মিঠাপুর পশ্চিম পাড়া গ্রামের উত্তর মাঠে কয়েক মাস আগে বুলু,আলাই ও জালাল তাদের জমিতে বেশ কিছু কলা গাছ লাগিয়ে ছিল।বাগানের কলা গাছ গুলো বড়ও হয়ে ছিল। বেশ কিছু দিনের মধ্যই গাছে কলা ধরতো।সোমবার সকালে হঠাৎ বাগানের কাটা কলা গাছ দেখতে পায় স্থানীয়রা। কলা গাছ কেটে ফেলার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত হামিদুলের সঙ্গে মুটোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহা.আতিয়ার রহমান জানান, এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বদলগাছী,নওগাঁ।


আরো পড়ুন