• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন

জাপা এবার কারও দালালি করবে না: চুন্নু

/ ৯০ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

জাতীয় পার্টি (জাপা) এবার কারও দালালি করবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় তিনি বলেন, জাতীয় পার্টি কোন কাউন্সিলের তারিখ ঘোষণা করেনি। যারা সংবাদ সম্মেলনে করছে তারা দলের কেউ নয়। তাদের চিনি না।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক সভায় এ কথা বলেন চুন্নু। এসময় তিনি জানান, প্রতিবাদ হিসেবে গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টি। এই নির্বাচনটা সুষ্ঠু হলে কমিশনের প্রতি মানুষের আস্থা কিছুটা হলেও বাড়বে। তিনি বলেন, গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে নানা ভাবে হুমকি দিচ্ছে।

চুন্নু অভিযোগ করেন, স্থানীয় সাংসদরা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছে। এবিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে কমিশনে। তিনি আরও বলেন, গাইবান্ধায় জেলা পরিষদ ও উপ-নির্বাচন কমিশনের কোন নিয়ন্ত্রণ নেই। ইভিএমে কতটা স্বচ্ছ ভোট হয় সেটা গাইবান্ধায় প্রমাণ হবে।


আরো পড়ুন