• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

কামরাঙ্গীরচর থেকে অস্ত্র মামলা ও দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী ভুট্টো গ্রেফতার

/ ১৪৭ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

জুয়েল খন্দকার, নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে অস্ত্র মামলায় ১০ বছরের ও দস্যুতা মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুখ্যাত সন্ত্রাসী ভুট্টো’কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।


গতকাল ০৪ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ১৪(১১)১৫ নং অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ১৪(১০)১৫ নং দস্যুতা মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও কুখ্যাত সন্ত্রাসী মোঃ ভুট্টো’কে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী।

সে উল্লেখিত মামলা রুজুর পর থেকে ঢাকা, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে রেখেছিল। এছাড়া সে বেশ কিছুদিন যাবৎ নিজেকে আত্মগোপনে রেখে ঢাকা ও ভোলা জেলাসহ আশপাশের এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র কারবারসহ বিভিন্ন অপরাধ করে আসছিল বলে জানা যায় । গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন