• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

বায়ার্ন ঝড়ের কবলে পুঁচকে প্লাজেন

/ ৭৬ বার পঠিত
আপডেট: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

মৃত্যুকূপে পড়ার যন্ত্রণা হাড়ে হাড়ে টের পাচ্ছে চেক রিপাবলিকের ক্লাব ভিক্টোরিয়া প্লাজেন। চ্যাম্পিয়নস লিগে তাদের শুরুটা হয়েছিল বার্সেলোনার কাছে ৫-১ গোলে হেরে। এবার বায়ার্ন মিউনিখের বিপক্ষেও ৫ গোল হজম করলো দলটি। মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বাভারিয়ান ঝড় সামলাতে না পেরে প্লাজেন উড়ে গেল ৫-০ গোলে। বায়ার্নের বিপক্ষে প্লাজেন হারবে, সেটা অনুমেয়ই ছিল। দেখার ছিল, ঠিক কত গোল হজম করে ক্লাবটি। বায়ার্ন ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় লেরয় সানের গোলে। জামাল মুসিয়ালা সহায়তা করেন তাকে। সানে ম্যাচে আরেকটি গোল করেন ৫০ মিনিটে। এবার অ্যাসিস্টদাতা সাদিও মানে।

সানের জোড়া গোলের আগে পড়ে বায়ার্ন আরও তিনবার বল পাঠায় প্লাজেনের জালে। প্রথম গোলের রেশ না কাটতেই বায়ার্ন দ্বিতীয় গোলটি পেয়ে যায়। ১৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে লিওন গোরেৎজকা ডি বক্সে খুঁজে নেন সার্জ নাব্রিকে। নাব্রি দারুণ দক্ষতায় বাভারিয়ানদের দ্বিতীয়বার এগিয়ে নেন।

কিছুক্ষণ পর তৃতীয় গোলটিও পেয়ে যায় বায়ার্ন। এবার স্কোরশিটে নাম তোলেন মানে। বাঁ পায়ের বুলেট গতির শটে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের হয়ে প্রথম গোলটি করেন সেনেগালের এই তারকা ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে প্লাজেনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন বদলি হয়ে নামা এরিক মাক্সিম চুপো-মোটিং। ব্যাকলাইন থেকে আবারও বলের যোগানদাতা গোরেৎজকা।

৫৯ মিনিটে পঞ্চম গোল পাওয়ার পরেও বায়ার্ন চেষ্টা চালিয়েছে ব্যবধান বাড়ানোর। তবে গোলের সুযোগগুলো নষ্ট করায় ৫-০ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ। এ জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান আরও পোক্ত করল বায়ার্ন মিউনিখ।


আরো পড়ুন