• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

নভেম্বরের শেষে জাপান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

/ ৮৪ বার পঠিত
আপডেট: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

আগামী নভেম্বরের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিও সফর করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার (৪ অক্টোবর) যুক্তরাষ্ট্র ও জাপান সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী মাসের শেষের দিকে জাপান সফর করবেন বলে আমরা আশা করছি। ইতোমধ্যে জাপান সরকার সেদেশে সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। গত ২৮ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারপ্রধানের জাপান সফর বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর জাপান সফরের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরে টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের সফরে দু’দেশ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক বা চুক্তি করতে চাইবে। সফরে বাংলাদেশ আরও জাপানি বিনিয়োগ চাইবে। অন্যদিকে ইন্দো-প্যাসিফিক রূপকল্প বাস্তবায়নে তাদেরকে পাশে চাইবে বাংলাদেশ। তবে ঢাকা ইন্দো-প্যাসিফিক কৌশলে অর্থনৈতিক বা উন্নয়ন উদ্যোগের বাইরে যেতে চাইবে না।

২০১৯ সালে জাপান সফর করেছিলেন শেখ হাসিনা। এর আগে ২০১৪ সালে জাপান সফর করেন বঙ্গবন্ধুকন্যা।


আরো পড়ুন