• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

ব্রিটিশ আমলের পরিত্যক্ত অস্ত্র উদ্ধার মাটির নিচে থেকে !

/ ৭৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
ব্রিটিশ আমলের পরিত্যক্ত অস্ত্র উদ্ধার মাটির নিচে থেকে !

নাসির উদ্দিন চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা দিন মৌসুমী আবাসিক এলাকায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ব্রিটিশ আমলের একটি দূরপাল্লার শেল উদ্ধার করা হয়েছে, যার গায়ে লেখা ছিল ‘৪০ এমএম এম-২৫’ এবং ১৯৪৩ সাল।

সোমবার (৩ অক্টোবর) ২০২২ ইংরাজী দুপুর ৩টায় নগরীর মৌসুমি আবাসিক এলাকা থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তিনি আরও বলেন, পাহাড়তলী মৌসুমি আবাসিক এলাকায় শিশুরা খেলার মাঠ সমান করার জন্য মাটি খুঁড়ে নিচু জায়গায় ফেলছিল।

এ সময় তারা অস্ত্র সদৃশ কিছু দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ‘৪০ এমএম এম-২৫’ নামে লংরেঞ্জ শেল বা গুলি উদ্ধার করা হয়েছে। পরে বোমা ডিসপোজাল ইউনিটকে সেটি হস্তান্তর করা হয়।


আরো পড়ুন