• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

ফখরুলের সুরে সুর মেলালেন জি এম কাদের

/ ১০১ বার পঠিত
আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২
ফখরুলের সুরে সুর মেলালেন জি এম কাদের

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার এক সুরে কথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রোববার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তারা বলেন, পূজা উপলক্ষে কোনো ধরণের নাশকতা হলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ।

রোববার বিকেলে শারদীয় দুর্গা পূজার সপ্তমীতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান বিএনপি ও জাতীয় পার্টিসহ রাজনৈতিক দলের নেতারা। এদিন সন্ধ্যায় ঢাকেশ্বরীতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মণ্ডপ পরিদর্শন শেষে তাদের কণ্ঠেও ছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহবান।


এসময় মির্জা ফখরুল বলেন, সব ধর্মের মানুষের অধিকার রক্ষা করে শান্তি সম্প্রতির বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই হোক শারদীয় দুর্গোৎসবের প্রত্যয়। পরিদর্শনকালে জি এম কাদের বলেন, জাতি হিসেবে আমাদের লজ্জা রয়েছে। নিজস্ব সংস্কৃতি যেন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পাহারা না দেয়া লাগে সেলক্ষ্যে আমাদের সম্প্রতি বন্ধন মজবুত করতে হবে।

এর আগে, বিকালে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে যান পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। এসময় বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পুলিশ মহাপরিদর্শক জানান, কোনো রকম সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে ট্রিপল নাইনে তৎক্ষণাৎ ফোন দিলে দেশের যেকোন মন্দিরে সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে যাবে।


আরো পড়ুন