• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

অপরাধ করলে র‍্যাবও শাস্তির বাইরে না: স্বরাষ্ট্রমন্ত্রী

/ ২৮৩ বার পঠিত
আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‍্যাবের বিষয়ে মার্কিন প্রতিবেদন পর্যালোচনা করে সংস্থাটি সংস্কারের ব্যবস্থা হচ্ছে। তিনি বলেন, র‍্যাব একটি এলিট ফোর্স, তাদের কিছু বিশেষ দায়িত্ব আমরা দিয়ে থাকি সময়ে সময়ে।

রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাব নীতিমালা অনুযায়ী কাজ করে। যদি কেউ ভুল কাজ করে থাকেন, আমাদের কাছে যে প্রতিবেদনটি আসছে, সেগুলো আমরা স্টাডি করছি। কারও যদি ইনপারসন ইনভলভমেন্ট থাকে, সেগুলো আমরা দেখছি।


এসময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যে রিপোর্ট দিয়েছে, আমরা চেক করে দেখছি। কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই দেখব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখেন, র‍্যাব যখন তৈরি হয়, তাদের প্রশিক্ষণও ইউএসএ দিয়েছে। কাজেই আমরা মনে করি র‍্যাবে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কিংবা জেলখানায় যারাই অন্যায় করছে, র‍্যাব কিংবা পুলিশ, শাস্তিযোগ্য অপরাধ করলে, কেউ শাস্তির বাইরে যায়নি। অনেক পুলিশ এবং র‍্যাব সদস্য জেল খাটছে। আমরা কাউকে তো ছাড় দিচ্ছি না।


আরো পড়ুন