• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

সংখ্যালঘুদের ওপর হামলা করে: কাদের

/ ৬৯ বার পঠিত
আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

আওয়ামী লীগের আমলে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদ নয়; বিরোধী শক্তি সংখ্যালঘুদের ওপর হামলা করে ভারতকে এই বার্তা দিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার রামকৃষ্ণ মঠ পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের ১৩ বছরে ১১টি দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে। একটি বছর দুর্ঘটনা হয়েছে।

তাতে রাজনৈতিক অসতর্কতাও ছিল।

তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে সারাদেশে ৩২ হাজার মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন পাশাপাশি অনুষ্ঠান নির্বিঘ্ন করতে রয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।

তিনি আরও বলেন, হিন্দু ভাই বোনরা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। যারা হামলা করে তারা দুর্বৃত্ত । তাদের অন্য কোনো পরিচয় নেই। নিজ দলের লোকেরা জেলখানায় থাকলেও হিন্দুদের মন্দির এবং বাড়িঘরে যারা হামলা করেছে তাদের কেন বিচার হয় না তা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি।

দুর্গাপূজা উৎসব কোনো রাজনীতি নয়, তাই সরকারি দলের পাশাপাশি বিরোধী দলগুলোকেও সহযোগিতা করার আহ্বান জানান ওবায়দুল কাদের।


আরো পড়ুন