• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

পূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার শঙ্কা: ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম

/ ৯২ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

দরজায় কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে কেন্দ্র করে জঙ্গি হামলার শঙ্কা রয়েছে। এ তথ্য জানিয়েছেন খোদ ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী মন্দিরে পরিদর্শন শেষে এ শঙ্কার কথা জানান তিনি। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য সেখানে যান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্ত। ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার শঙ্কা রয়েছে। আমরা এ নিয়ে কাজ করছি। সবাইকে সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেন কেউ গুজব ছড়াতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ।

গত বছরের কুমিল্লায় মণ্ডপে হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় এবারও গুজব রটিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পরে। তাই সে দিকেও পুলিশের কড়া নজর রয়েছে। পূজা মণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টায় পুলিশের পাশাপাশি আনসার বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান মো. শফিকুল ইসলাম।

ঘর ছেড়ে নিখোঁজ হওয়াদের সম্পর্কে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘প্রায় ৫০ জন ছেলে ঘর ছেড়েছে। তাদের বিষয়ে কাজ করছে গোয়েন্দা পুলিশ। তারা সংঘটিত হওয়ার আগেই গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।


আরো পড়ুন